January 15, 2025, 11:19 am
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ২০২৩ স্হানীয় সময় সন্ধ্যা ছয়টা এবং London সময় দুপুর দুইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মালদ্বীপ শাখার পূর্ণাঙ্গ কমিটির সহিত ভার্চুয়াল সভার মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্টানের সভাপতিত্বে করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
সভার শুরুতে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:স্বর্থ মুক্তি, সুচিকিৎসা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সভায় মালদ্বীপ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সহিত পরিচয় এবং সাংগঠনিক কাজ কর্মের রুপরেখার নিয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পাদক এবং অষ্ট্রেলিয়া রাশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন।
ভার্চুয়ালি বৈঠকে বক্তব্য ও পরিচয় পর্বে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, জসিম উদ্দিন, এরশাদ মোল্লা, মো. মুক্তার হোসেন, আবদুর রহিম, সিনিয়র-যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, মাহমুদুল হাসান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মোস্তাফা কামাল, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার হালিম ভু্ঁঞা, করিম রানা, সৈকত আলী, ক্রীড়া সম্পাদক মো. মামুন, সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
পরিশেষে ভার্চুয়াল সভায় জানিয়ে দেওয়া হয় আগামী ২০ অক্টোবর ২০২৩ পরবর্তী কার্যকারী কমিটি মিটিং এর তারিখ নির্ধারন করেন ভার্চুয়াল সভায়।