December 22, 2024, 6:20 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট সদর থানাধীন চর কুলাঘাট গ্রামে ডিবি বিশেষ অভিযানে চালিয়ে ০৪কেজি মাদকদ্রব্য গাঁজা এবং একটি অটো ইজিবাইক সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন ডিবি পুলিশ। লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ইসমাইল হোসেন,এসআই (নিঃ)/মোঃ ইসমাঈল হোসেন,এএসআই(নিঃ)/ আঃ বারী, কং/৮২ মোঃ বেলাল হোসেন,কং/৬৯১-মোঃ রাশেদ মিয়া, কং-৫৩১/মোঃ আফতাব উদ্দিন, কং/৫৮৩ মোঃ নাজমুল হোসাইন ও কং/৪৭৯ মোঃ ময়েজ উদ্দীন, ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন চর কুলাঘাট গ্রামস্থ আলমদিনা মসজিদের সামনে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ জাহের আলী খন্দকার (৪৫) পিতা- মোঃ আব্দুল ছামাদ,সাং-ফকিরপাড়া,৪নং ওয়ার্ড ০২নং শিমুলবাড়ী ইউপি,থানা-ফুলবাড়ী,জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হতে আটককৃত অটোর ভিতর চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৪(চার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন । এ সংক্রান্তে আটক আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় মামলা নং-২৯, জি আর নং-৪৪২, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চর কুলাঘাট গ্রামস্থ আলমদিনা মসজিদের সামনে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী পাঁকা রাস্তার উপর হতে ৪কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
হাসমত উল্লাহ ।