October 13, 2024, 7:16 am
নিজস্ব প্রতিবেদকঃ :
ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ডাঃ হাবিবুর রহমান আই টি স্কুল এন্ড কলেজ মাঠে এই
কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী। প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল।
১১নং ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ডাঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাহার উদ্দিন খোকন ও যুগ্ম আহবায়ক নাজিরুল ইসলাম রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেন,যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,মোঃ শাহজাহান,সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল লতিফ সরকার,তফাজ্জল হোসেন (অবঃ) দারুগা,জাতীয় তরুণ পার্টি সভাপতি কাউসার আহমেদ,জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি রুবেল আলী,জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক শরীফ খান পাঠান মিল্টন,
সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক, মোঃ সাখাওয়াত হোসেন তুষার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সম্রাট, মহানগর শাখার যুগ্ম আহবায়ক সজিব, আবাস,রাব্বী,পরানগঞ্জের আহবায়ক জামান প্রখুখ।
এসময় আব্দুল আউয়াল সেলিম বলেন,ঘাগড়া ইউনিয়ন বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক। উপজেলার প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি শক্তি শালী। জাতীয় পার্টি ময়মনসিংহে রওশন এরশাদ এমপির নেতৃত্বে শক্তিশালী। সামনে নির্বাচন রওশন এরশাদ এমপিকে পুনরায় সদর আসনে বিজয়ী করতে প্রস্তুত থাকতে হবে। সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নেতৃত্বে খন্ড-খন্ড মিছিলের মাধ্যমে আগত ইউনিয়নের প্রায় দেড় হাজার কর্মীসমর্থকদের সমাগম ঘটে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ। সভায় আলোচনা পর্ব শেষে ডাঃ হাবিবুর রহমানকে সভাপতি, বাহার উদ্দিন খোকন কে সাধারণ সম্পাদক,নাজিরুল ইসলাম রানাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেওয়া হয়।