January 15, 2025, 11:04 am
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপ প্রবাসী রুবেল হোসেন কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের ৪নং শ্রীপুর ভাংগাপুস্কুনী গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোঃ রুবেল হোসেন গত দুই বছর ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই ।যোগাযোগ মাধ্যম ফেইসবুক,মেসেঞ্জার,ভাইবার, ইমু সহ অন্যান্য এ্যাপ গুলো বন্ধ।
রুবেল ৯ বছর আগে পরিবারের সুখের জন্য মালদ্বীপ আসেন কিন্তু ২ বছর ধরে কোনো যোগাযোগ নাই।
তার সঠিক তথ্য পেতে তার বাবা সকলের সহযোগিতা চেয়েছেন। রুবেল বাবার সাথে কথা হলে তিনি জানান আমার ছেলের সাথে গত দুই বছর কোন যোগাযোগ নাই।
রুবেল বাবা বলেন আমার ছেলে মালদ্বীপের হাড্ডু শহরে থাকতো।গত দুই বছর ধরে কোনো যোগাযোগ নাই তাই এখন কোথায় আছে কেমন আছে জানি না।কেউ যদি তার খবর পেয়ে থাকেন, বা দেখে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন (০১৭৬২২০৯১৭৫)
রুবেল হোসেন এর বাবা বলেন, আমি আমার সন্তানের সঠিক তথ্য জানার জন্য সাংবাদিকদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার অফিসের সহযোগিতা চাই।