October 12, 2024, 3:07 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আকিজুল মুন্সী (২২) আকিজুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের ফারুখ মুন্সির ছেলে ও মোল্লাহাটের সিএস কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী এবং অনিক বাড়ৈ (১৯) একই উপজেলার চুনখোলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের চিরঞ্জিত বাড়ৈর ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, মোটর সাইকেলে করে নিহত আকিজুল মুন্সীসহ তিনজন গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ থেকে বাড়ী বাগেরহাট জেলার মোল্লারহাট যাচ্ছিল। এসময় লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আকিজুল মুন্সী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে মারাত্মক অনিক বাড়ৈকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যায়। আহত অপরজনেরও অবস্থা আশংকাজনক।
পরে আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে দুইজনের মরদেহ বিনা ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। #