October 9, 2024, 8:05 pm
আজিজুল ইসলাম, যশোরঃ ছোট্ট একটি কুড়ে ঘরে বসে দু’বোনের স্বপ্ন লেখাপড়া শিখে অনেক বড়ো হওয়ার। শুনুন সেই দুই বোন তাহেরা (১১) ও হুমায়রা (১৫) এর সংগ্রামী জীবনের গল্প।
তৃতীয় শ্রেণীতে পড়ে তাহেরা খাতুন আর পঞ্চম শ্রেণীতে হুমায়রা খাতুন। তাদের বাবা ঝিকরগাছার হরিদ্রাপোতা গ্রামের তেছের হোসেন বছর দশেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। মা তানজিলা খাতুন তিন বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। তাহেরারা তাদের মাকে নিয়ে ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করে। বলতে গেলে দুবোন ভিক্ষা করেই তাদের মাকে নিয়ে কোনো রকমে দিন পার করে। এর পাশাপাশি দুই বোনই পোদাওলিয়া দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেন।
দারিদ্র্যতা তাদের নিত্য সঙ্গী হলেও লেখা পড়ায় হাল ছাড়েনি তারা। সকাল বিকাল পাড়া মহল্লা ও হাটে বাজারে সাহায্য তুলে দুবেলা দুমুঠো খায় আর তাই দিয়েই লেখা পড়ার খরচ চালায়। এমন দুর্দিনেও অসহায় দুই কিশোরীর পাশে দাঁড়াননি সমাজের কোনো বিত্তবান বা সমাজ পতিরা।
তাহেরা ও হুমায়রার স্বপ্ন তারা লেখাপড়া শিখে অনেক বড়ো হবে। কিন্তু কিভাবে? তাদের মা”তো কাজ করতে পারেনা। তা হলে সংসার চলবেই বা কি করে, আর লেখা পড়া শিখবেই বা কি করে? তাদের দুবোনের ভিক্ষাতেই তো জীবন চলে। তাই নিমিষেই উবে যায় তাদের বড় হওয়ার স্বপ্ন। তানজিলা খাতুন জানে তার মেয়ে দুটো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চায়। তানজিলারও সাধ জাগে মেয়ে দুটোকে বড় করে তুলতে। কিন্তু সাধ থাকলে কি হবে সাধ্য তো আর নেই। এই লেখাটা পড়ে যদি কেউ আবেগ আপ্লুত হন, তাহলে ঘুরে আসুন তাহেরাদের ছোট্ট রাজপ্রাসাদ থেকে অথবা খোজ নিয়ে লেখাপড়ার খরচ পাঠাতে পারেন।