October 12, 2024, 3:56 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৩ পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া পানছড়ির তিন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার (১লা) সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩.৩০ এর সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে এই সম্মাননা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাহিত্যিক ইউসুফ আদনান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি ৩নং সদর ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম, সঙ্গীত প্রশিক্ষক বিধান রায় বিশ্বাস,সংগঠন এর সহ সভাপতি অরুণ শীল,সাধারণ সম্পাদক মিঠুন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, নাট্যশিল্পী নুরুল ইসলাম টুকু।এতে সভাপতিত্ব করেন সংগঠন এর সভাপতি মতিউর রহমান।সঞ্চালনা করেন সদস্য অমল চন্দ্র রায়। এই সময় সংগঠন এর বিভিন্ন সদস্য, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ভাবে পড়ালেখার পাশাপাশি মানবিক সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে জন্য উদাত্ত আহ্বান জানান বক্তারা।