October 14, 2024, 8:03 pm
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে ৩২পৌরসভা প্রজেক্টের আওতায় পৌর শহরে ড্রেন ও কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্প কাজ চলমান রয়েছে।
জানা গেছে, ৩২পৌরসভা প্রজেক্টের আওতায় কুড়িগ্রাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রচেষ্টায় নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে নাগেশ্বরী বাসষ্ট্যান্ড থেকে বোয়ালেরডারা পর্যন্ত ৩কিলোমিটার প্রাইমারী ড্রেন নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান খায়রুল এন্টারপ্রাইজ (জেভি) এবং নাগেশ্বরী ভাই ভাই মোড় সংলগ্ন পৌরসভার কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স টান আদিল এন্টারপ্রাইজ (জেভি)’র সাব ঠিকাদার আমিনুর ইসলাম মাস্টারের মাধ্যমে প্রজেক্ট দুইটির কাজ চলমান রয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নাগেশ্বরী পৌরসভা ও পার্শ্ববর্তী ইউনিয়নের প্রাইমারী ড্রেন দিয়ে সহজে ময়লা পানি নেমে যাওয়াসহ কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্পে নাগেশ্বরী পৌরসভার কঠিন বর্জ্য ও ময়লা আবর্জনা দুরীকরণে শহর হবে পরিস্কার পরিচ্ছন্ন আর জনগণের জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নীত হবে। এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নাগেশ্বরীর দৃশ্যপট বদলে যাবে।
নাগেশ্বরী বোয়ালেডারা গ্রামের আজিজার রহমান, নজরুল ইসলাম ও পৌর এলাকার শহিদুল ইসলাম, আঃ জলিল, হাসেম আলীসহ অনেকে বলেন, নাগেশ্বরী বাসষ্ট্যান্ড থেকে বোয়ালেরডারা পর্যন্ত ৩কিলোমিটার প্রাইমারী ড্রেন নির্মাণ এবং নাগেশ্বরী ভাই ভাই মোড় সংলগ্ন পৌরসভার কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্পের কাজ সঠিকভাবে চলছে। এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নাগেশ্বরীর দৃশ্যপট বদলে যাবে।
ঠিকাদার আমিনুর ইসলাম বলেন, নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে নাগেশ্বরী পৌর শহরে ড্রেন ও কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্প কাজ বিধি মোতাবেক বাস্তবায়ন করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবীর বলেন, কুড়িগ্রাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রচেষ্টায় ৩২পৌরসভা প্রজেক্টের আওতায় নাগেশ্বরী পৌরসভায় ড্রেন ও কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্প কাজ চলমান রয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ প্রকল্প প্রসঙ্গে বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা জনস্বাস্থ্য ও মানুষের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চ্যালেঞ্জ পৌরসভায় ড্রেন ও কঠিন বজ্য ও মানব বজ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্প কাজ চলমান রয়েছে।