October 5, 2024, 4:11 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রয়াত সদস্যের মরণোত্তর চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় প্রতিষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, কালব এর পরিচালক আরিফ হাসান, জেলা ব্যবস্থাপক এসএম ইদ্রিস। বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বেলাল উদ্দীন, সহ-সভাপতি প্রভাষক রাকিবুজ্জামান, সহকারী অধ্যাপক নূরুজ্জামান, নাসরিন আরা, কোষাধ্যক্ষ আব্দুল করিম মোড়ল ও ম্যানেজার ডলি ডি কস্তা। অনুষ্ঠানে উপজেলা চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর প্রয়াত সদস্য শিক্ষক সঞ্জয় কুমার গাইনের ২ লাখ ৩৩ হাজার ৩শ টাকার মরণোত্তর চেক তার স্ত্রী লিংকু মন্ডল এর নিকট হস্তান্তর করা হয়।