October 9, 2024, 6:32 pm
পটুয়াখালী প্রতিনিধি।
সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম মোসাঃ মাসমুনা বেগম (২২), স্বামী নুর আলম সিকদার।
বুধবার ২৪’আগস্ট সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাসুমুনা এক সন্তানের জননী সে আউলিয়ারপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী শহিদুল্লাহ শরীফের মেয়ে তার স্বামী নুর আলম সিকদার একজন আনছার ব্যাটেলিয়ান সদস্য পিতাঃ মোঃ খলিল সিকদার।
পারিবারিক সুত্রে, মৃত মাসমুনার ননদ মরিয়ম বেগম বলেন, ভাই চাকরি করেন সে কর্মস্থলে থাকতে হয় ভাবি ভাতিজা আলাদা ঘরে থাকেন।কয়েকদিন ধরে ভাতিজা তার নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় একাই বাসায় ছিলো। মা বাবা ও কেহই বাসায় ছিলো না। সকালের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পায়। এসময় ডাকাডাকি করলে দরজা না খুললে জানালার ফাঁক দিয়ে তাকালে মাসমুনাকে ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ আসেন।
এছাড়াও মৃত মাসমুনার মা হাওয়া বেগম বলেন, সকাল বেলা শশুর বাড়ি থেকে মাসমুনার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছি। এর আগে পারিবারিক কোন ঝামেলা ছিলো না তাই এবিষয়ে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানান।
পুলিশ সুত্রে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পান। পরে ঘরের দেয়ালের উপরে টিনের বেড়া খুলে ঘরে ঢুকে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে আসেন।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক জানাযাবে মৃত্যুর কারন কি। মেডিকেল রিপোর্ট না পেলে মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা বলে জানান তিনি।