October 12, 2024, 4:13 am
বি এম মনির হোসেনঃ-
২০০৪ সালের ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, মোঃ শফিকুল হোসেন টিটু, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার,উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ,সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।