April 19, 2025, 9:07 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
দেশে চু-রি ডা-কাতি ছি-নতাই ধ-র্ষণসহ বাড়ছে বিভিন্ন অ-পরাধমূলক কর্মকাণ্ড ঈদগাঁওতে মোস্তাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন পুলিশ এবং জনতা এক হয়ে কাজ করলে একটি রোল মডেল কোতোয়ালি থানা গড়ে তোলা সম্ভব- ওসি শফিকুল ইসলাম নেছারাবাদে উপজেলা পরিষদের সিএ রনজিতের বিরুদ্ধে মসজিদ কমিটির পুকুরের তিন বস্তা মাছ ধরার অভিযোগ আটঘর কুড়িয়ানা হাটে সরকার নির্ধারিত বৈধ ইজারাদারকে ইজারা তুলতে বাধা দেওয়ার অভিযোগ বিশ্বে বাল্য বিবাহে অষ্টম বাংলাদেশ এশিয়ায় শীর্ষে দোয়ারাবাজার উপজেলা খেয়াঘাটে যাত্রীছাউনি না থাকায় চরম ভোগান্তিতে দুই পারের জনগণ মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট সাইফুল ইসলাম জনি আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তর সহ ধর্মিনী রেভা দাশ গুপ্তর ২তম মৃ-ত্যু বার্ষিকী গৌরনদীর (সরিকল বন্দর ) খাঁজনা মুক্ত করায় ক্রেতা ও বিক্রেতাদের মাঝে আনন্দের ঝড়
রাজশাহীতে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা

রাজশাহীতে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : যুদ্ধাপরাধ মামলায় আজীবন দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রাজশাহী মহানগর পুলিশের একজন পরিদর্শক (ইন্সপেক্টর)। খাইরুল ইসলাম নামের পুলিশ কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগে কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত।

পোস্টটি নজরে আসার পর মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আরএমপির সাইবার ইউনিটকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার দুপুরে আরএমপির সাইবার ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) উৎপল কুমার চৌধুরী পুলিশ কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। আরএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর প্রচারের পর ওই রাতে পুলিশ ইন্সপেক্টর খাইরুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

এদিকে পুলিশ কর্মকর্তার পোস্টটি নজরে আসার পর রাজশাহী মহানগর পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ইউনিটকে। সাইবার ইউনিট তদন্তের পর ঘটনার সত্যতা পেয়ে বুধবার দুপুরে কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করেছেন।
সাইবার ইউনিট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পুলিশ ইন্সপেক্টর খাইরুল ইসলাম মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক। খাইরুল ইসলাম নামের আইডির প্রোফাইলে পুলিশের অফিসিয়াল পোশাকে তার ছবি রয়েছে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। কারণ তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। সাইবার ইউনিট নিশ্চিত হয়েছেন তারই আইডি থেকে পোস্টটি ছাড়া হয়েছে। ৮০ জন তাতে লাইক দিয়েছেন এবং ৬০ জন কমেন্টস করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অপরাধ ও শৃঙ্খলা শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) বিজয় বসাক বলেন, তদন্ত প্রতিবেদনসহ এ বিষয়ে করণীয় নির্দেশনা পেতে আরএমপি কর্তৃপক্ষ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, তিনি সরল মনে পোস্টটি দিয়েছিলেন। পরে বুঝতে পারেন সেটি দেওয়া তার ঠিক হয়নি। কিছু সময় পর ডিলিট করে দেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য তিনি করেননি।
মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD