October 3, 2023, 11:33 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার নলবুনিয়া ও পাজরা-ভাঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাঁজরা-ভাঙ্গা এলাকার মানিক হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার(৫০) ও তার স্ত্রী কুলসিয়া বেগম(৩৫)। একই উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে হেমায়েত উদ্দিন হিমু (৫০)।
পুলিশ জানায়, উপজেলার পাঁজরা-ভাঙ্গা এলাকায় ইয়াসিন হাওলাদার ও তার স্ত্রী কুলসিয়া বেগম গাঁজা বিক্রি করতেছে। এমন একটি গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এসময় ঘরে থাকা ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও তাদের গ্রেফতার করে পুলিশ। এদিকে নলবুনিয়া এলাকায় একই গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় হেমায়েত উদ্দিন হিমু কে ১২০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক হিমু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ।
তালতল থানার ওসি শহীদুল ইসলাম মিলন বলেন, গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি।।