July 12, 2025, 7:04 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
জাতি জানতে চায় নতুন বাংলাদেশে কি বৈ-ষম্য থেকে যাবে? ভা-রতীয় আ-ধিপত্যবাদের দাদাগিরি এদেশের ছাত্র জনতা আর মা-নবে না – কামরুল আহসান এমরুল জুলাই আ-ন্দোলনে ১১ জুলাইকে ‘প্রথম প্রতি-রোধ দিবস’ ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ কুমিল্লায় দিনদুপুরে ট্রাক শ্রমিককে কু-পিয়ে ভু-রি বের করে পালিয়েছে চো-র নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা জেলা ক্রীড়া এডহক কমিটির পক্ষ থেকে আসিফ মাহমুদ কে ফুলেল শুভেচ্ছা পঞ্চগড়ে এক ডায়াগনেস্টিক সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরি-মানা পঞ্চগড়ে বিএম কলেজের অধ্যক্ষ জেলা কা-রাগারে নেছারাবাদে এস এস সি পরীক্ষায় অকৃ-তকার্য হওয়ার সুমাইয়া নামে এক শিক্সার্থীর আত্মহ-ত্যা বরিশালে স্বর্ণ প্র-তারক চ-ক্রের ৩ সদস্য গ্রে-ফতার
বাবুগঞ্জে স্ত্রী ও পুত্র সন্তানদের অবহেলায় মানবেতর জীবন কাটাচ্ছেন সাইদুর

বাবুগঞ্জে স্ত্রী ও পুত্র সন্তানদের অবহেলায় মানবেতর জীবন কাটাচ্ছেন সাইদুর

কে এম সোয়েব জুয়েল,
বাবুগঞ্জে স্ত্রী ও দুই পুত্রের অবহেলা অনিহায় মানবেতর জীবন কাটাচ্ছেন মো: সাইদুর রহমান পান্না মিয়া।

এমনটি দেখা গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের ঐতিহ্যবাহী মিঞা পরিবারের মৃত মো : খলিলুর রহমান মিয়ার পুত্র সাইদুর রহমান পান্না মিয়া ৭০ এর বেলায়।

অসহায় মো: সাইদুর রহমান পান্না মিঞা আক্ষেপের সাথে বলেন, তিনি দীর্ঘ ৪০ বছরের অধিক সময় চিটাগাং এর শ -ওয়ালেস শিপিং করপোরেশনে একাউন্টস অফিসার হিসাবে সুনামের সাথে চাকুরি করে ২০১০ ইং সালে চাকুরি থেকে অবসর নেন তিনি।

চাকুরিরত অবস্হায় স্ত্রী ও ছেলে সন্তান নিয়ে চিটাগাংগের একই বাসায় সুখ দুখ নিয়েই জীবনের দীর্ঘ সময় পারি দেন তিনি। এবং ছেলে সন্তানদেরকে কোলে পিঠে করে আদর সোহাগ দিয়ে পিতার দায়িত্ব ও কর্তব্যের ভিতর দিয়ে নিজে ভোগ বিলাশের দিকে না তাকিয়ে ও নিজে না খেয়ে না পরে , সামান্য চাকুরিব ভিতর দিয়ে আদরের দুই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে শেষ জীবনে সব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।

অসহায় দুই পুত্র সন্তানের পিতা আক্ষেপ করে বলেন, তার আদরের বড় ছেলে আবু সাঈদ রুশদীকে এমবিএ পাশ করানোর পরে বেসকারি প্রতিষ্টান ওয়ালটনের শো-রুমে অফিসার পদে শরিয়াতপুরে যোগদান করিয়ে পিতৃত্বের পরিচয় সন্তান রুশদীর কাছ থেকে হারিয়ে ফেলেন। এবং তার আদরের ছোট ছেলে বীন সাঈদ বাকতিকে বহুল কস্টসাধ্যের ভিতর দিয়ে নিজের শেষ জীবনের কথা না ভেবে জীবনের শেষ উপার্জিত অর্থ দিয়ে সন্তান বাকতির সুখের কথা চিন্তে করে উচ্চ শিক্ষার জন্য বুয়েট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পাশ করিয়ে যুক্তরাজ্যে পাঠিয়ে দেই।
এবং সেখানে ক্যালফনিয়ায় ইউনিভার্সিটিতে চাকুরিতে যোগদান করে আমার খোজখবর নেয়া বন্ধ করে দেয় আমার ছোট সন্তান বীন সাঈদ বাকতি ৩০। এমনকি বৈবাহিক জীবনে তারা আবদ্ধ হলেও আমাকে জানানো কর্তব্য ও দায়িত্ববোধ টুকুও মনে করেননি আমার জন্ম দাতা আদরের পুত্র বাকতি। এমনটি প্রলাপ করেন দুই পুত্র সন্তানের অসহায় পিতা পান্না মিয়া।

তিনি বলেন, আমার সারাজীবনে কষ্টার্জিত অর্থ ছেলে সন্তানের উচ্ছ শিক্ষার্থে ব্যায় করে নিস্ব হয়ে অবশেষে অর্থের কাছে হেরে গিয়ে আমার সহধর্মিণী স্ত্রী রাসিদা নার্গিস আমাকে ফেলে আত্মগোপনে সন্তানের সাথে চলে যায় অজানা ঠিকানায়। ভাগ্যের নির্মম পরিহাসের কথা বলতে গিয়ে বুক ভাসিয়ে কেঁদে ফেলে মাটিতে লুটে পরেন তিনি (পান্না)।

স্ত্রী ছেলে সন্তানর খোঁজখবর মিলাতে না পেরে কোন উপায়ান্তর না পেয়ে অবশেষে বাবুগঞ্জের আগরপুরে তার সহোদর ছোট ভাই সাইফুল রহমান হিরার কাছে উঠেন তিনি।

স্ত্রী ও পুত্রের খোঁজ হীন অসহায় পিতার বাঁচার আকুতি ও আত্বনাতে আকাশ বাতাশ ভাড়ী ও প্রকৃতি নি:স্তদ্ব হয়ে গেলেও শুনছেননা এ অসহায় পিতার আত্মনাতের আহাজারির কথা কেউ। তাই খোঁজ হীন স্ত্রী ও সন্তানের অসুস্হ পিতা কোন উপায়ন্তর না পেয়ে দৈন্যতায় ভুগছেন তিনি। স্ত্রী সন্তান ফিরে পেতে মরিয়া উঠেছেন অসহায় পিতা সাইয়েদুর রহমান পান্না মিয়া।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD