September 26, 2023, 5:35 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
“গাছ লাগিয়ে যন্ত করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: জোবায়ের আহম্মেদসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
পৌর পার্কে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী এ মেলায় ২৫ স্টল বসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সারী মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলদ, ঔষধি ও ফুলের গাছ নিয়ে স্টলগুলোতে বসেছেন। প্রথম দিনেই বৃক্ষ প্রেমিদের সারা মিলেছে। অনেকেই মেলায় এসে পছন্দের গাছ কিনে নিয়ে বাড়ীতে যাচ্ছেন। এ মেলা আগামী ২৩ জুলাই (রবিবার) সন্ধ্যায় শেষ হবে। #