September 23, 2023, 5:44 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম ও সহকারী মেকানিক শরিফুল ইসলাম চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হকসহ এক ব্যক্তির কাছে গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ টাকা হাতিয়ে নেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম কে নিয়ে সহকারী মেকানিক শরিফুল ইসলাম চলতি বছরের মার্চ মাসে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাঠ পরিদর্শনে করে এবং গভীর নলকূপ দেয়ার দেবে মর্মে স্থানীয় এলএলপির গ্রাহক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও আবু বকর সিদ্দিক বিএমডিএর গভীর নলকূপের জন্য সাইদুর রহমানের মাধ্যমে মেকানিক শরিফুল ইসলাম কে সাড়ে ৪লাখ টাকা ঘুষ প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী বিএমডিএর সহকারী মেকানিক এনতাজুল হকসহ অনেকে। এরপর বিএমডিএর দালাল সাইদুর রহমান অতি কৌশলে সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হকের ইসলামপুর গ্রামের বাড়ীতে ৫ইঞ্চি পাইপ ২০টি, দুই গাড়ি বালি ও তৃতীয়ক্লাস দেড় হাজার ইট জমা করে এবং দ্রুত নলকূপ স্থাপনের কাজ শুরু হবে বলে জানান। এভাবে প্রতারণা করে এলাকার অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেয়। বিএমডিএর গভীর নলকূপ ২০১৫সাল থেকে স্থাপন বন্ধ বিষয়টি খোঁজ নিয়ে চেয়ারম্যান এটিএম ফজলুল হক জানতে পারেন। এরপর দালাল সাইদুর রহমান পলাতক হন এবং মেকানিক শরিফুল ইসলামও এলাকায় যাওয়া বন্ধ করেন। চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও আবু বকর সিদ্দিক তাদের পাওনা টাকার জন্য নাগেশ্বরী বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম ও মেকানিক শরিফুল ইসলামের কাছে দিনের পর দিন ঘুরতে থাকে। অবশেষে টাকা না পেয়ে গত ২৯মে ২৩সালে বিএমডিএর রংপুর সার্কেল বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ উঠেছে নাগেশ্বরী বিএমডিএর মেকানিক শরিফুল ইসলাম নাগেশ্বরী জোনে দীর্ঘ ১২বছর থেকে কর্মরত থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে নিজের স্বার্থ হাসিল করেছেন। এমন কি অফিস না করেই নাগেশ্বরীতে টমেটো, কুমড়া, লাউসহ বিভিন্ন প্রকার ব্যবসা করে আসছেন। বিএমডিএ রাজশাহী জোনের এক বড় কর্মকর্তার আত্মীয় হওয়ায় মেকানিক শরিফুল ইসলাম অবাধে অনিয়ম করে আসছে। এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন শরিফ। গভীর নলকূপ রক্ষণাবেক্ষণ কাজের বরাদ্দ অধিকাংশ টাকা ভুয়া বিল ভাউচার করে আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাগেশ্বরী বিএমডিএর সহকারী মেকানিক শরিফুল ইসলাম অভিযোগের সতত্যা স্বীকার করে বলেন, আপনাদের যা লেখার লেখেন। আমি আমার মতো করে চাকরি করবো।
বিএমডিএ নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কুড়িগ্রাম বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান অভিযোগের সতত্যা স্বীকার করে বলেন, সরেজমিনে অভিযোগের তদন্ত করে কিছুটা সতত্যা পাওয়া গেছে। ব্যবস্থা নেয়া হবে।