July 2, 2025, 4:33 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাজীপুরে স্বামীর গোপ-নাঙ্গ কে-টে পা-লালেন স্ত্রী কাপাসিয়ায় বাড়ি থেকে তু-লে নিয়ে যুবককে কু-পিয়ে হ-ত্যার অভি-যোগ গোদাগাড়ীর রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বাবু জুলাই গণঅ-ভ্যুত্থানে শহী-দদের রূ-হের মাগ-ফিরাত কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের দোয়া কোন ধরণের অ-পরাধীকে ছাড় দেওয়া হবে না- ওসি শিবিরুল ইসলাম মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য জুলাই পদযাত্রা নেমেছে এনসিপি সোনাডাঙ্গা থানা নবগঠিত ১৮ নং ওয়ার্ড তাঁতী দলের আংশিক কমিটির সভা অনুষ্ঠিত ধর্মপাশায় বিয়ের প্রলো-ভনে ধর্ষ-ণের অভি-যোগে কনস্টেবল কা-রাগারে তানোরে পানিতে ডু-বে এক যুবকের মৃ-ত্যু
ভুরুঙ্গামারীতে বিএমডিএর গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ

ভুরুঙ্গামারীতে বিএমডিএর গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম ও সহকারী মেকানিক শরিফুল ইসলাম চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হকসহ এক ব্যক্তির কাছে গভীর নলকূপের নামে সাড়ে ৪লাখ টাকা হাতিয়ে নেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম কে নিয়ে সহকারী মেকানিক শরিফুল ইসলাম চলতি বছরের মার্চ মাসে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাঠ পরিদর্শনে করে এবং গভীর নলকূপ দেয়ার দেবে মর্মে স্থানীয়‌ এলএলপির গ্রাহক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও আবু বকর সিদ্দিক বিএমডিএর গভীর নলকূপের জন্য সাইদুর রহমানের মাধ্যমে মেকানিক শরিফুল ইসলাম কে সাড়ে ৪লাখ টাকা ঘুষ প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী বিএমডিএর সহকারী মেকানিক এনতাজুল হকসহ অনেকে। এরপর বিএমডিএর দালাল সাইদুর রহমান অতি কৌশলে সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হকের ইসলামপুর গ্রামের বাড়ীতে ৫ইঞ্চি পাইপ ২০টি, দুই গাড়ি বালি ও তৃতীয়ক্লাস দেড় হাজার ইট জমা করে এবং দ্রুত নলকূপ স্থাপনের কাজ শুরু হবে বলে জানান। এভাবে প্রতারণা করে এলাকার অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেয়। বিএমডিএর গভীর নলকূপ ২০১৫সাল থেকে স্থাপন বন্ধ বিষয়টি খোঁজ নিয়ে চেয়ারম্যান এটিএম ফজলুল হক জানতে পারেন। এরপর দালাল সাইদুর রহমান পলাতক হন এবং মেকানিক শরিফুল ইসলামও এলাকায় যাওয়া বন্ধ করেন। চর ভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও আবু বকর সিদ্দিক তাদের পাওনা টাকার জন্য নাগেশ্বরী বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মাহবুব আলম ও মেকানিক শরিফুল ইসলামের কাছে দিনের পর দিন ঘুরতে থাকে। অবশেষে টাকা না পেয়ে গত ২৯মে ২৩সালে বিএমডিএর রংপুর সার্কেল বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ উঠেছে নাগেশ্বরী বিএমডিএর মেকানিক শরিফুল ইসলাম নাগেশ্বরী জোনে দীর্ঘ ১২বছর থেকে কর্মরত থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে নিজের স্বার্থ হাসিল করেছেন। এমন কি অফিস না করেই নাগেশ্বরীতে টমেটো, কুমড়া, লাউসহ বিভিন্ন প্রকার ব্যবসা করে আসছেন। বিএমডিএ রাজশাহী জোনের এক বড় কর্মকর্তার আত্মীয় হওয়ায় মেকানিক শরিফুল ইসলাম অবাধে অনিয়ম করে আসছে। এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন শরিফ। গভীর নলকূপ রক্ষণাবেক্ষণ কাজের বরাদ্দ অধিকাংশ টাকা ভুয়া বিল ভাউচার করে আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাগেশ্বরী বিএমডিএর সহকারী মেকানিক শরিফুল ইসলাম অভিযোগের সতত্যা স্বীকার করে বলেন, আপনাদের যা লেখার লেখেন। আমি আমার মতো করে চাকরি করবো।

বিএমডিএ নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কুড়িগ্রাম বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান অভিযোগের সতত্যা স্বীকার করে বলেন, সরেজমিনে অভিযোগের তদন্ত করে কিছুটা সতত্যা পাওয়া গেছে। ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD