November 12, 2024, 11:55 pm
রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন সম্প্রতি বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামীলীগ ও আওয়ামীলীগের নেতাদের পিছনে আজরাইল ঘুরে বেড়াচ্ছে। তার এই বক্তবের জবাবে ওবায়দুল কাদের মীর্জা ফখরুল ইসলামের উদ্দেশে বলেছেন আপনারা জনগনের কোন সন্ধান পাননা, অথচ আজরাইলের খোঁজ পেলেন কি ভাবে? তিনি বলেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিরাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্নও দেখেন। তিনি স্বপ্ন দেখেন ময়ূর সিংহাসনের।গন আন্দোলন গড়ে তুলতে বিগত ডিসেম্বরে থেকে চলতি বছরের মে মাস পযন্ত পারেনি।আগামী জুন থেকে নভেম্বর পযন্ত পারবেন না।আন্দোলন গড়ে তুলতে চৌদ্দ বছর পার হয়ে গেছে। দেখতে দেখতে চৌদ্দ বছর আন্দোলন হবে কোন বছর। মরা গাঙ্গে কখনও জোয়ার আসে না। বিএনপি’র সাতাশ দফা ছিল ছিল ভূয়া। এই ভূয়া দল বিএনপি’র সাথে কোন পাবলিক নাই। তারা কেবল মাত্র বিদেশে গিয়ে আওয়ামীলীগ ও সরকারের বিরুদ্ধে শুধু নালিশ করেন। কিন্তু বিশ্বে ক্রমাগত সরকারের ভাবমূর্তি উন্নত হযেছে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশআওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের স্মরনসভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেছেন।জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত সম্রনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক িএসএম কামাল হোসেন।অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-2 আাসনের সংসদ সদস্য ঐ্যাড, শহিদুজ্জামান সরকার, নওগাঁ-5 আসনের সংসদসদস্য ব্যারিষ্টারনিজাম উদ্দিন জলিল জন,নওগাঁ-3 আসনের সংসদ সদস্যমোঃ ছলিম উদ্দিন তরফদার এবংনওগাঁ-6 আসনের সংসদ সদস্যমোঃ আনোয়ার হোসেন হেলাল। সড়ক ও সেতুমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বিগত 48 বছরে বতমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশের গরীর মানুষের আপনজন আর কেউ হতে পারেনি।এই আট চল্লিশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত সদ,পরিশ্রমী,দকষ নেতা আর পাওয়া যায়নি তারমত দেশ বিদেশ থেকে এতেসন্মান আর প্রশংসা বাংলাদেশের আর কোন প্রধানমন্ত্রী অজন করতে পারেননি।তিনি বিশ্বে বাঙলীজাতিকে চরম ভাবে সন্মানীত ও মর্যাদাশীল করেছেন।দব্যমূল্যের উদ্ধেগতির কথা উল্লেখ করে তিনি বলেছেন কেবল আমাদের দেশে নয়,গোটা বিশ্বের চিত্র বিশ্বে নানা প্রতিকুলতার কারনে,নানা ইস্যুতে সৃষ্ট পরিস্থিতির কারনে গোটা বিশ্বেদ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে।যার মীল্য বাংলাদেশকেও দিতে হচ্ছে। তবে এ পরিস্থিতি বেশিদিন থাকবে না ইনশাল্লাহ। সব ঠিক হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কথা সব সময় ভাবেন,অথনীতির কথা বাবেন,মানুষেরকল্যানের কথা ভাবেন। তিনি দিনরাতে মাত্র তিন ঘন্টা ঘুমান।পুরো সময়কিভাবে মানুষেরকিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই চিন্তায়মুগ্ধ থাকেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের রাজনৈতিক দূরদশিতার কথা উল্লেখ করে বলেন তিনি জীবনের শেষ দিন পযন্ত নওগাঁকে নওগাঁর মানুষকে ভালোবেসে গেছেন। নওগাঁর উন্নয়নে কাজ করে গেছেন্।তাঁর মত কমীর ইতিহাসে খুজে পাওয়া মুস্কিল।তিনি ছিলেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রীমেখ হাসিনার আস্থা ভাজন ও বিশ্বস্থ। দীনীতি ও অন্যায়ের সাথে আপোষ করেননি।দুঃসময়ে তিনি আওয়ামীলীগের পতাকা উড্ডীয় রেখেছেন। তাঁরই নেতৃত্বে উত্তর বঙ্গে প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে নওগাঁ শহরের চকপ্রান এলাকায় প্রয়াত নেতা মোঃ আব্দুল জলিলের কবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। এ ছাড়াও তিনি শহরের সরিষহিাটির মোড়ে নব নিমিত জেলা আওয়ামীলীগের অফিস ভবন উদ্বোধন করেন।#