September 27, 2023, 9:35 am
শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:খুলনার
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ আলী, কয়রা সিদ্দিকিয়া ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিভূতি ভুষন রায়, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, সংরক্ষিত নারী ইউপি সদস্য সেলিনা গাউস ও আমেনা খাতুন, আওয়ামী লীগ নেতা ফেরদৌস হাওলাদার, শাহাবুদ্দিন মালী, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিপুল ভোটে নির্বাচিত মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভিত্তিহীন বানোয়াট মামলা দেওয়া হয়েছে। একটি ইউনিয়নে একজন চেয়ারম্যানের অনেক কাজ। চেয়ারম্যান ছাড়া ইউনিয়নে জনগণ তাদের সেবা পাচ্ছে না। তাই অবিলম্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।
গত বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ আল মাহমুদকে একটি মামলায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।