September 27, 2023, 8:43 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোেরের তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ২৫মে বৃহস্প্রতিবার তালন্দ ইউপি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইউপি আহবায়ক মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফিউল ইসলামের ইসলামের সঞ্চালনায় নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। অন্যান্যদের
মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার, তালন্দ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, প্রভাষক মুন্সেফ আলী, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, তালন্দ ইউপি যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্ছু, সম্পাদক আব্দুল জব্বার, তানভির রেজা, মনিরুজ্জামান শিবলন, শাফিউল ইসলাম, মইফুল ইসলাম, রাব্বি আল আমিন ও মিজানুর রহমান জুয়েলপ্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
সম্মেলনে শাফিউল ইসলামকে সভাপতি ও রবিউল ইসলামকে সম্পাদক করে তালন্দ ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলামকে সম্পাদক হিসেবে স্বাগত জানালেও শাফিউল ইসলামকে বির্তকিত ও চাপিয়ে দেয়া সভাপতি আঙ্খা দিয়ে নেতাকর্মীরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ
করেছে।#