July 2, 2025, 1:25 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাজীপুরে স্বামীর গোপ-নাঙ্গ কে-টে পা-লালেন স্ত্রী কাপাসিয়ায় বাড়ি থেকে তু-লে নিয়ে যুবককে কু-পিয়ে হ-ত্যার অভি-যোগ গোদাগাড়ীর রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বাবু জুলাই গণঅ-ভ্যুত্থানে শহী-দদের রূ-হের মাগ-ফিরাত কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের দোয়া কোন ধরণের অ-পরাধীকে ছাড় দেওয়া হবে না- ওসি শিবিরুল ইসলাম মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য জুলাই পদযাত্রা নেমেছে এনসিপি সোনাডাঙ্গা থানা নবগঠিত ১৮ নং ওয়ার্ড তাঁতী দলের আংশিক কমিটির সভা অনুষ্ঠিত ধর্মপাশায় বিয়ের প্রলো-ভনে ধর্ষ-ণের অভি-যোগে কনস্টেবল কা-রাগারে তানোরে পানিতে ডু-বে এক যুবকের মৃ-ত্যু
রাজশাহীর গোদাগাড়ী প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীর গোদাগাড়ী প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে গবাদিপশুর চিকিৎসা সেবা। দেখার যেন কেউ নেই। ফলে বিভিন্ন এলাকা ও প্রত্যন্ত গ্রাম থেকে গবাদিপশুর চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই দুর্ভোগে পড়ছেন।

গোদাগাড়ী প্রাণিসম্পদ অফিসের একটি বিশ্বাস্ত সূত্র জানায়, এ অফিসে কর্মকর্তা কর্মচারি পদের সংখ্যা ০৮ টি। কর্মরত আছে আছেন ৩ জন। কর্মরত পদগুলি হলো ভেটেরিনারি সার্জন ডা. রিপা রাণী। কম্পাউন্ডার ১ জন, ভিএফএ ১ জন।

এ অফিসে শূন্য পদগুলি হচ্ছে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ১ জন, ভিএফএ ২ জন, ইউএফএ ১ জন, এফএ ( এ. আই) ১ জন। গোদাগাড়ী একটি বৃহত্তর উপজেলা, এখানে গবাদিপশুর সংখাও অনেক বেশী। এখানে গাভীর খামারের সংখ্যা ৬ শ ৩ টি, ছাগলের খামারের সংখ্যা ১ শ ৬০ টি, ভেড়ার খামার ৬৪ টি, হাঁসের খামার ১ শ ৬১ টি, লেয়ার মুরগির খামার ১২ টি, ব্রয়লার মুরগির খামার ২ শ ১৯ টি, কবুতরের খামার ২৯ টি, কোয়েল পাখির খামারের সংখ্যা ২ টি, গরু মোটাতাজাকরন খামার ২ শ ৫০ টি, মহিষের খামার ১ শ ৮০ টি, পশু খাদ্য দোকান ১১ টি। গরুর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৬ শ ২৫ টি, দেশী জাতের ১ লাখ, ৬৯ হাজার ২ শ ৬৬ টি, শংকর জাতের ৬৫ হাজার ৩ শ ৯০ টি, মহিষ ১৩ হাজার৪ শ ৪৪ টি, ছাগল ৩ লাক ৫ হাজার ৯ শ ৯ টি, দেশী জাতের ১ লাখ ৬১ হাজার ৪ শ ৫০ টি, উন্নত জাতের১ লাখ ৪৪ হাজার ৪ শ ৫৯ টি, ভেড়া ১৭ হাজার ৬ শ ১১ টি, পাতিহাাঁস ৪৮ হাজার ৫২ টি, রাজহাঁস ১২ হাজার ২ শ ২২ টি, মোরগ- মুরগি ৪ লাখ ৬৬ হাজার ১ শ ৫৯ টি, দেশী জাতের ১ লাখ ৫৬ হাজার, ৬ শ ৫৯ টি শংকর জাতের ২ লাখ ৯ হাজার ৫ শ টি, কতুতর ১৪ হাজার ৭ ২০ টি, শূকর ৫ শ ১৫ টি।

এ ব্যপারে কথা বলার জন্য ভেটেরিনারি সার্জন ডা. রিপা রাণীর অফিসে গিয়ে ২ দিন তাকে পাওয়া যায় নি অফিসের কাজে বাইরে রয়েছেন বলে জানা গেছে, রবিবার সকাল ১০ টা ৪২ মিনিটের সময় ০১৭৬৬-৭৬১৩৭১ মোবাইল করা হলে তিনি এব্যপারে মন্তব্য করতে অপারকতা প্রকাশ করে মোবাইল কেটে দেন।

এ ব্যপারে রাজশাহী জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোঃ আখতার হোসেনের সাথে যোগাযোগ করা তিনি জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, অবসর জনিত কারনে এ অবস্থা সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছেন, নতুন লোকবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনসাল্লাহ।

লোকবলের অভাবে পশু খামারিরা রোগাক্রান্ত গবাদি পশুর চিকিৎসা সেবা নিতে পারছে না । বাসুদেবপুর এলাকার গৃহবধু শেফালী বেগম গত বৃহস্পতিবার ২ টি ছাগল নিয়ে এসে চিকিৎসা এসেছে কিন্তু ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেনা বলেন তিনি জানান একই মন্তব্য করেন আব্দুল বাসেদ, জামাল, মামুন।

ভুক্তভোগীগণ জাজান, ডা. সাইফুল ইসলাম, ডা. সুব্রত কুমার সরকার গোদাগাড়ীতে কর্মরত অবস্থায় প্রাণি সম্পদের বিপ্লব ঘটিয়েছিলেন, মানুষ তাদের কথা শুনে বুঝে গবাদিপশু পালনে আগ্রহী হয়েছিলেন। সে সময় গবাদিপশু পালন করে বেশ লাভবান হয়েছিলেন অনেকে। এখন সে অবস্থা নেই। মানুষ আগ্রহ হারাচ্ছেন।

আগে রোগাক্রান্ত গবাদি পশুর চিকিৎসার জন্য খামারে বা বাড়িতে গিয়ে ভ্যাটেরিনারি সার্জন বা অফিসের লোকজন গিয়ে চিকিৎসা দিত। কিন্ত এখন লোকবল সংকটের কারণে প্রাণিসম্পদ অফিসে এসেও অনেক সময় সঠিকভাবে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা করাতে পারছেন না ।
নাম প্রকাশ না করা শর্তে একজন বড় খামারি জানান, আগে খামারে পালিত গরুর কোনো সমস্যা দেখা দিলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে লোক খামারে এসে চিকিৎসা সেবা দিত। কিন্ত এখন অফিসে গিয়েও সেবা পাওয়া যাচ্ছে না ।বিভিন্ন গবাদি পশুর রোগ দেখা দিলে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না। এতে আমাদের কিছু গবাদি পশু অসুস্থ হয়ে মারা যাচ্ছে।

মোঃ হাযদার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD