September 23, 2023, 5:40 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
আজ শনিবার (১৩ মে) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমতাকরণের ঘোষণা বাতিল, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান ও প্রফেসনাল বিসিএসসহ ৬ দফা দাবীতে শ্লোগান দেয় ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থীরা। এতে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী।
পরে মানববন্ধন শেষে ৬ দফা দাবীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি গোপালগঞ্জের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন ও শ্লোগান দেয়।
দাবীগুলো হলো, কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সি কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম, সিনিয়র সহ-সভাপতি জান্নাতী পারভীন, সহ-সভাপতি জুই পাটারী, সাধারন সম্পাদক গাজী মেহেরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম বলেন, কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সি কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ করতে হবে। #