January 15, 2025, 9:43 am
মোঃ আবদুল্লাহ কাদের,মালদ্বীপ থেকে ঃ- সাগর কন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপে আওয়ামী যুবলীগের উদ্যোগ ঈদ পূর্ণ মিলয়ন উদযাপিত হয়েছে, দেশ প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে। পবিত্র ঈদুল ফিতর মিলয়াতন অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি… মোঃ সামির ওসমান,. মোহাম্মদ কিরন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি…ওয়াসিম আকরাম হৃদয়, সহ সভাপতি..মোহাম্মদ .মির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক.. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক… সাইফুল ইসলাম বাবলু,প্রচার সম্পাদক…. মোঃ মনির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক… কবির হোসেন জয়,দপ্তর সম্পাদক…. ইমাম হোসেন,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক.. . মেহেদী হাসান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক….. বেলায়েত আহমেদ সুমন,
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ওয়াসিম আকরাম হৃদয়, তিনি বলেন প্রবাসে আমরা ঈদের আনন্দ উদযাপন করি অনেক টা ভিন্ন ভাবে কারণ প্রবাসে আমাদের প্রিয়জন পরিবার ছাড়া ঈদ অনেক টা কষ্টের, তার পর ও আমরা সকল প্রবাসী একতাবদ্ধ হয়ে ঈদের আনন্দের মাধ্যমে নিজেদের কষ্টের কথা ভুলে যাই।