September 18, 2024, 8:18 am
মিঠুন সাহা,,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আয়োজনে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার সময় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় রেডক্রিসেন্ট ইউনিট এর যুব প্রধান মোঃ রিন্টুর সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান রায়হান আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান মোফাজ্জল হোসেন।এই সময় আর উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য সিরাজুল ইসলাম, আল আমিন,সাংবাদিক মিঠুন সাহা,রেডক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।।
ইফতার শুরুর পূর্বে দেশ জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।