September 10, 2024, 5:53 pm
মোঃ হামিদার রহমান নীলফামারী ঃ এ যেন মগের মুল্লুক। দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি যখন দোড় গোড়ায়। করোনাকাল কাটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছেন, তখন এসএসসি পরীক্ষার সময় নীলফামারীতে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নীলফামারী চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল মহলকে পাশ কাটিয়ে নীলফামারী হাইস্কুল মাঠের (বড় মাঠ) বিরাট এলাকা ঘিরে মেলার প্রস্তুতি নেয়ায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসছে ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মূল কেন্দ্র নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ৫০ গজ এবং উপ-কেন্দ্র রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে মাত্র ৬০-৭০ গজ দূরে এ মেলার আয়োজন নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ চেম্বার কর্তৃপক্ষ মে মাসের শুরু থেকেই মেলা আয়োজনের উদ্যোগ নিয়ে মোটা অংকের টাকায় মেলা বেচে দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সহ বিভিন্ন দপ্তরে পরীক্ষার সময় মেলা আয়োজন বন্ধের দাবী জানিয়ে লিখিত আবেদন করেছেন।
জানতে চাইলে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন , বাণিজ্য মেলার ব্যাপারে আমার কিছুই জানা নেই