September 20, 2024, 12:01 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা চুরি করা ছাগলের মাংস বিক্রি করার অপরাধে সেতাবগঞ্জ বাজারের মাংসের দোকানে অসুস্থ্য ও চোরাই ছাগলের মাংস বিক্রি করা হচ্চে বলে এই অভিযোগ দীর্ঘদিনের হলেও এব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।তবে ২৫ মার্চ সকাল ১০ টায় মাংস বিক্রেতা মোঃ জহিরুলের দোকানে ১টি ছাগল জবাই করতে গেলে জনৈক এক ব্যাক্তি ছাগলটি তার নিজের ছাগল বলে দাবী করেন।সে এক পর্যায়ে লোকটি জানায় তার ছাগলটি অন্তঃসত্বা।এরই মধ্যে ছাগলটি জবাই করা হলে দেখা যায় ছাগলের পেটে বাচ্চা আছে।এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল মাংস বাজারে অভিযান পরিচালনা করেন।এতে চোরাই ছাগলের মাংস বিক্রেতা মোঃ জহিরুল ইসলাম পালিয়ে যায়।সে সময় জহিরুলের শ্যালক মোঃ শুভ চোরাই ছাগলের মাংসসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা কারীদের হাতে আটক হলে এসময় আটক মোঃ শুভ কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রম্মমান আদালতে অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।পরে বোচাগঞ্জ থানা পুলিশের হাতে সপোর্দ করা হয়।এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।