January 3, 2025, 3:00 am
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (২৪ মার্চ) ২০২৩ পবিত্র মাহে-রমজান কে সামনে রেখে জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে মালদ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপে নির্মানধীন নতুন মসজিদ সালমান আল মাসজিদে জুম্মার নামাজ আদায়ে নিজদের পরিবার ও মাতৃভূমির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থণা করে দোয়া করবেন, প্রবাসীরা বলেন বছর ঘুরে পবিত্র মাহে-রমজান আসে আমাদের পাপ মোচন করতে। আমরা নিজেরা পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমরা জানি পবিত্র মাহে-রমজান আমাদের মুসলমানদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ।
এসময়ে কিছু সংখ্যাক প্রবাসীর সাথে কথা বলেন নতুন বাজার পত্রিকা ডটকম এর প্রতিনিধি মাহে-রমজান এর বিষয় জানতে মালদ্বীপ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নূরে আলম ভূঁইয়া এবং যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমদ বলেন আমরা মাহে-রমজান কে সামনে রেখে মাহে-রমজান এর পবিত্রা রক্ষা করে মানবতার সেবা করবো এবং নিজ নিজ অবস্থান থেকে আমদের পরিবারের পাশাপাশি দেশের মানুষের কাজ করবো ও জানান।
এদিকে দেশের জিনিস এর দাম ঊর্ধ্বগতি হওয়া খোপ প্রকাশ করে বলেন বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহে-রমজান এ জিনিসের দাম কমিয়ে আনে আর আমাদের দেশের কিছু ব্যাবসাীরা জিনিসের দাম ছড়া দরে বিক্রি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে। এদিকে মালদ্বীপ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মীর হোসেন চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আউয়াল হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ফারুক হোসেন, অন্যনা প্রবাসীরা বাংলাদেশ প্রধান মন্ত্রীর প্রতি অনুরোধ রেখে বলেন দেশের জিনিসের দাম কমিয়ে সাধারণত মানুষের সহানুভূতি হওয়ার আহবান জানান।
পরিশেষে প্রবাসীরা জুম্মার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বের উম্মাহর জন্য দোয়া করেন।