September 18, 2024, 8:56 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, (উজিরপুর প্রতিনিধি)
স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের দিনটিতে নানান কর্মসূচীর মাধ্যমে উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় সরকারী ও বেসরকারী ভাবে পালন করা হচ্ছে।
উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতর ও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানান আয়োজনে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
আজ সূর্যদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৯টায় উজিরপুর উপজেলা বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারিহা তানজিন ,উপজেলা পরিষধের পক্ষে উপজেলা পরিষধের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পুলিশ প্রশাসনের পক্ষে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী রাজিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেল আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্কাউটস, উপজেলা রোভার স্কাউটস ও সামাজিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপমাল্য অর্পণের আগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও এক বিশাল মিছিল হয় এবং উপজেলা আওয়ামী লীগের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এর সভাপতিত্বে দলটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।
উজিরপুর উপজেলার সবকটি ইউনিয়নেও আজ একযোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়।