June 7, 2023, 1:27 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
আজ ৪ ফেব্রুয়ারী রাত ৮ টায় শহরে একটি গুজব উঠে। পঞ্চগড় তুলার ডাংগা বস্তিতে ২ জনকে জবাই করে হত্যা করা হয়েছে মর্মে গুজব উঠে। গুজবে আতংকিত জেলা শহরের ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্দ করে দিক বিদিক ছুটতে থাকে। ঠিক একি সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা শহরের ফল পট্টিতে ওয়াকার জুতার অত্যাধুনিক শো রুমে লুট পাট ও ভাংচুর সহ পাশে ২ টি কাচ বিক্রির দোকানেও ভাংচুর করে। এ ঘটনার পর পঞ্চগড় জেলা পুলিশ শহরের সমস্ত দোকান বন্দ করে দেয়। জেলা শহরে থমথমে পরিস্থিতি বিরা করছে। উল্লেখ গত ৩ ফ্রেবুয়ারী শুক্রবার বাদ জুম্মা মুসল্লীরা জেলা সদর উপজেলার আহাম্মদ নগরে কাদিয়ানীবাদের সালনা জলসা বন্দের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশের সাথে মুসল্লীদের ধাওয়া পাল্টা ধাওয়ার হয়। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেটে শতাধিক মুসল্লী আহত হয় এবং ২ জন নিহতের ঘটনা ঘটে।