June 7, 2023, 1:08 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার বাশাইল বাজারে মেয়াদ উত্তির্ন ঔষধ বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করা ও মূল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র। এসময় ভেজাল বিরোধী অভিযানে শহীদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, ভাইভাই ষ্টোরকে ২ হাজার টাকা, নিমাই মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, রহমত ষ্টোরকে ৪ হাজার টাকা, সুমন মিয়াকে ২ হাজার টাকা, মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকাসহ ৮টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এপিবিএন পুলিশ সদস্যরা প্রমুখ।