June 7, 2023, 8:57 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ক্ষতিগ্রস্থদের হাতে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন। এ সময় সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে তাদের ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।