November 4, 2024, 8:19 am
মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মামুদনগর ইউনিয়নের ভাতশালা, কলমাইদ এলাকায় বারি সরিষা-১৮ তেল জাতীয় ফসলের বৃদ্ধিকরনের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা অতিরিক্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার সাহা, কৃষি সম্প্রসারন মোজাক্কের নোমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ কৃষক, কৃষানিরা উপস্থিত ছিলেন।
নাগরপুর টাঙ্গাইল।