September 15, 2024, 12:51 am
আবুল বয়ান, ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় ফতেপুর বাজারে ৫ নং আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ ও অনুষ্ঠানের সভাপতি আবু সুফিয়ান হোসাইন। সম্মোলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নু, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান আলী কমল, সম্পাদক জাহিদুল ইসলাম, জাহানপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ মোবারক, প্যানেল মেয়র মেহেদি হাসান, সম্মেলন অতিথি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম জয়, আনিছুর রহমান, ইউসুফ আলম, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান প্লাবন, সাংগঠনিক সম্পাদক আসিব বাবু, অর্থ বিষয়ক সম্পাদক বায়েজিদ ইসলাম প্রমুখ উপস্থিাত ছিলেন। সবশেষে সন্ধা সাড়ে ৭ টায় ফিরোজ কবিরকে সভাপতি ও সোহান সরকারকে সাধারণ সম্পাদক করে বার্ষিক কমিটি অনুমোদন দেয়া হয়।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।