September 17, 2024, 2:03 am
মশিউর রহমান,
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ বাহুবলের দাঙ্গা কবলিত মানিকপুর আবারও রক্তাক্ত। ফটিক মিয়া (৫৫) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার ৬ ফ্রেব্রুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে বাহুবল থেকে বাড়ি যাওয়ার পথে আব্দুল মজিদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ফটিক মিয়ার চাচাতো ভাই মাছুম জানান, বাহুবল থেকে বাড়ি ফেরার পথে আব্দুল মজিদের বাড়ির নিকট পৌঁছামামাত্র দুধা মিয়া, আশিক মিয়া ও হারিছ মিয়ার নেতৃত্বে তাদের লোকজন ফটিক মিয়ার উপর শ্ব সশস্ত্র হামলা চালায় এবং ধান বিক্রির নগদ এক লাখ টাকা ব্যাংকের চেক বই ছিনিয়ে নেয়। তার শোর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ এ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই দাঙ্গাহাঙ্গামা সহ খুন-রাহাজানির ঘটনা ঘটছে। বিবদমান পক্ষের মাঝে চলছে মামলা পাল্টা মামলা। এত গ্রামের সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে।