September 18, 2024, 9:12 am
রফিকুল ইসলাম।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৭০ গ্রাম গাজাঁসহ মোঃ রবিন মৃধা (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড কাউখালী গ্রামের মোঃ ফারুক মৃধার ছেলে রবিন মৃধা। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১২ টা ১৫ মিনিটের সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ হাবিবুল হাসিব ও আব্দুল হাই এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে রবিন মৃধা নামের এক জনকে গাজাঁসহ গ্রেফতার করা হয়। পড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী