September 20, 2024, 1:25 am
কে এম সোহেব ঃ বাবুগঞ্জে ছাত্র সমাজের দুই কর্মিকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে স্হানীয় বখাটে সন্ত্রাসীরা।
১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়াকে সামনে রেখে বিদ্যালয় স্টল বরাদ্দর জায়গাকে কেন্দ্র করে স্হানীয় ভবঘুরে বখাটে ব্রাম্মনদিয়া গ্রামের ফারুখের পুত্র ফাহাদ-২৩, ঠাকুর মল্লিক গ্রামের পেপার বিক্রেতা নুরুল হকের পুত্র রানা ২৩- চরফতেপুর গ্রামের আনোয়ার হোসেন আকনের নাতি ফেরদাউস ২৬, আগরপুর গ্রামের মনির খাঁন ২৪ চরউত্তর গ্রামের হালিম হাওলাদারের পুত্র রিয়াদ ২২, চরহোগোলপাতিয়া গ্রামের তরিকুল, স্টল বরাদ্দকে কেন্দ্র করে স্হানীয় আগরপুর গ্রামের আনিসুর রহমান মুন্সির পুত্র কলেজ পড়ুয়া ছাত্র ৭ নং ওয়ার্ডের সভাপতি সাকিল মুন্সি ২১ ও চরউত্তর গ্রামের মালেক ফরাজির পুত্র কলেজ পড়ুয়া ছাত্র সিয়াম ফরাজিকে আজ বুধবার সন্ধ্যায় হাসপাতালের সামনে পেয়ে ধারলো অস্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করলে মাটিতে লুটে পরে যায় এই দুই শিক্ষার্থিরা। স্হানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক ভাবে স্হানীয় হালিমা মান্নান হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাদের অবস্হা আসংখ্যা জনক দেখা দিলে বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্র শীল ঘটনা শুনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। এবং ভিকটিমদের প্রথমিক চিকিৎসার পরমর্শ দেন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যাবস্হা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।