September 13, 2024, 7:17 pm
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে আনন্দ উৎসব মুখর পরিবেশে আইএফআইসি ব্যাংক এর আগানগর শাখার অধিনে ৩টি উপ-শাখায় প্রতিবেশী উৎস অনুষ্ঠিত হয়েছে।
নকশী পিঠা কুসুমগুলি, শাপলা পিঠা, পোয়া কুলি, পাটিসাপটা, বাতাসা, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, তিলের খাজা সহ হরেকরকমের পিঠা উপস্থাপন করা হয়।
দিনব্যাপী উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ইস্টার্ন রোডের ভান্ডারী সুপার মার্কেটের দ্বিতীয় তলায়,বালুচর বাজার,ইছাপুরা বাজার,
আইএফআইসি ব্যাংক এর উপ-শাখায় পিঠা উৎস অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আগানগর ব্রাঞ্চের ম্যানেজার এস,এম সাকির ইমরান,
স্থানীয় ব্যবসায়ী বৃন্দ ও আইএফআইসি ব্যাংক নিমতলা বাজার, ইছাপুরা বাজার, বালুচর বাজার, নিমতলা উপ শাখার অফিসারগন।