November 12, 2024, 10:11 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় মোল্যা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হৃদয় মোল্যা সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া এলাকার ভাড়াটিয়া বাসায় থাকতো। তার বাবার নাম আশরাফ মোল্যা। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্র।
সদর থানার ওসি মো: জাবেদ মাসুদ জানান, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সড়ক ভবনের লিংক রোডে প্রবেশের সময় ৭ মার্চ চত্ত্বরের কাছে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় হৃদয় মোল্যা।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। #