September 14, 2024, 11:57 pm
(রিপন ওঝা, মহালছড়ি)
বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আজ ২৪ জানুয়ারি ২০২৩ইং তারিখ সোমবার প্রত্যন্ত অঞ্চল পাইন্দাপাড়া এলাকায় সাবজোন কমান্ডার মেজর মোঃ সাইফুল ইসলাম প্রধান উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন যেখানে প্রায় ১০০টি পরিবার উপকৃত হয়।
এছাড়া মানিকছড়ি পাইন্দাই পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী (যেমনঃ- খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, পেন বক্স ইত্যাদি) বিতরণ করা হয়েছে।
প্রত্যন্ত এলাকায় মহালছড়ি জোনের এরূপ সাহায্য পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত। পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহত উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনগণ মহালছড়ি জোনের অত্যন্ত সন্তুষ্ট ও সাধুবাদ ব্যক্ত করেন।