July 2, 2025, 5:06 am
হাফিজুর রহমান,
প্রতিদিন প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে চাঁদা না দেওয়ায় হাদিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েক মাদক সেবীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার(জানুয়ারী২৩)ইং সন্ধ্যায় শিমলা বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত হাদিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন যাবত একই উপজেলার শিমলা(মাইজবাড়ী)এলাকার হাবেলের মাদকাসক্ত সন্ত্রাসী ছেলে মিন্টু ও নগদা শিমলা গ্রামের শুকুরের ছেলে নাসির উদ্দিন এরা দুজনে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। আমি চাঁদা না দেওয়ায় শিমলা বাজারে তরুণের চায়ের দোকানে মদকাসক্ত মিন্টু, নাসির সহ আরো অজ্ঞাত ৫/৬জন মিলে অতর্কিতভাবে হামলা করে মারপিট করে। এসময় আমার পকেটে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে নেয়। ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। এসময় বলে এলাকায় থাকতে চাইলে আরো ২ লক্ষ টাকা দাবী করে বলে টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।
এসময় আমাকে গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমি এই স্বাধীন দেশে এই চাঁদাবাজ মাদকসেবীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করি।
আহত ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিকের ছেলে মনোহর হোসেন তার বাবার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুুত গ্রেপ্তার সহ দৃষ্টান্ত মূলক শস্তির দাবী জানিয়ে জেলা প্রশাসন ও পুলশ প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করনে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যেক্ষদোষী জাহাঙ্গীর হোসেন, বাদশা মিয়া, বাদল, আনোয়ার হোসেন সহ স্থানীয়রা জানান, তরুনের চায়ের দোকানে আবু বক্কর সিদ্দিক চা পান করার সময় মিন্টু, নাসির এরা অর্কিতভাবে হামলা করে তাকে গুরুত্বর আহত করেন। এঘটনায় তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হওয়া দরকার।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ঘটনাটি শুছেছি খুবই নেক্ক্যারজক ঘটনা। এঘটনায় দোষীদের বিচার দাবী করেন।
নাম প্রশাকাশ না করার শর্তে স্থানীয় কয়েক সচেতন ব্যাক্তি জানায়, মিন্টু ও নাসির গংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বয়ো জৈষ্ঠ্য আবু বকর সিদ্দিক কে তারা হমালা করে পিটিয়ে আহত করেছে এঘটনায় দ্রুুত প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।