January 8, 2025, 5:18 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে চলতি মৌসুমে
সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের চাইতে খোলা বাজারে দাম বেশী হওয়ায় কেউ সরকারি ধান দিচ্ছেন না। বিগত ২০২২ সালের নভেম্বর মাসে সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। কিন্ত্ত এখন পর্যন্ত এক ছটাক ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। অপরদিকে তালিকাভুক্ত ২৮টি চালকলের মধ্যে এবার মাত্র ৮টি চালকল চুক্তিবদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় চাল সরবরাহ করতে পারেনি।
জানা গেছে, উপজেলায় ৬টি সরকারি খাদ্য গুদাম রয়েছে। তানোর পৌর সদরের গোল্লাপাড়া ৪টি ও কামারগাঁ রয়েছে ২টি খাদ্য গুদাম। বিগত ২০২২ সালের ১৭ নভেম্বর সরকারি সংগ্রহ শুরু হয়েছে আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ২৮ টাকা কেজি দরে সরকারি দুটি ক্রয়কেন্দ্রে এক হাজার ৪৫১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং প্রতি কেজি ৪২ টাকা দরে ৩৪৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলায় চুক্তিবদ্ধ ৮টি চাল কলের বিপরীতে ১০০ দশমিক ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে।
স্থানীয় কৃষকেরা বলেন, সরকারি ক্রয়কেন্দ্রে আর্থিক সুবিধা না দিলে কৃষকদের নানাভাবে হয়রানি করা হয়। এসব হয়রানির কারণে কৃষকেরা সরকারি ক্রয়কেন্দ্রে যেতে চাই না। আবার বাজারে যখন ধানের দাম কম থাকে তখন প্রভাবশালীরা ধান সরবরাহ করে সরাসরি কৃষকের ধান নেয়া হয় না। এবিষয়ে জানতে চাইলে তানোর পৌর সদরের সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওহেদুজ্জামান জানান, ধান সংগ্রহ হয়নি। এই গুদামের সঙ্গে কোনো চালকল মালিক চুক্তিবদ্ধ হয়নি। এবিষয়ে কামারগাঁ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসিএলএসডি) রেজাউল ইসলামের মোবাইলে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি। এবিষয়ে মোহনপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) ও তানোরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নুরনবী জানান, আমি চলতি মাসের ১০ জানুয়ারি দায়িত্ব নিয়েছি। ধানের দাম বাজারে বাড়তি থাকার কারনে কৃষকরা ধান দেয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারির আগে যে কোন কৃষক ধান দিলে আমরা নিব। তানোর সদরের খাদ্য গুদামের সঙ্গে কোনো চালকল মালিক চুক্তি করেন নি, তবে কামারগাঁ গুদামের সঙ্গে ৮ জন চালকল মালিক চুক্তি করেছেন। তার মধ্যে ৬ জন ৭৪ মেট্রিক টন চাল দিয়েছেন। বাকি দুজন মেয়াদের আগে দিবেন। আর যে ১৮ মিল মালিক চুক্তি করেন নি তাদের লাইসেন্স বাতিলের নির্দেশনা আছে, বাতিল করা হবে। #