July 2, 2025, 4:47 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত সাবেক মেয়র সরকার শহিদুল ইসলাম সহিদ আর নেই ( ইন্না লিল্লাহি………… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫১ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিপিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরসহ টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ।
তিনি গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় ময়মনসিংহের একটি বে-সরকারী হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুর ২ টায় মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে টেংরী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুমের জানাযায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শাহীনুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম আবু ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সহ মধুপুর-ধনবাড়ীর মুসিল্লিরা অংশ নেয়।
সরকার শহীদ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে নির্বাচন করেন।
হাফিজুর রহমান।।