September 9, 2024, 6:18 pm
কালকিনি প্রতিনিধি।। গ্রামীন ব্যাাংক গোপালপুর কালকিনি শাখা মাদারীপুর এরিয়া মাদা রীপুর যোন কর্তৃক হতদরিদ্র সদস্যের মাঝে আজ মঙ্গলবার সকালে শীত বস্র বিতরন করা হয়।এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র যোনের যোনাল ম্যানেজার মোঃ সাজেদুর রহমান,এরিয়া ম্যানেজার মোঃ আবদুর রহিম ,শাখা ব্যাবস্থাপক মোঃ হাবিবুর রহমান ও অত্র শাখার সহকর্মী বৃন্দ।