November 5, 2024, 3:17 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরের শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয়, রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে সরকারের দেয়া বই বিতরণের মধ্যে দিয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
রোববার(১ লা জানুয়ারী২৩)ইং সকালে সকল প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান। অন্যদিকে, দুপুরে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, ধনবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহীন স্কুল ও সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন ও ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান, সাংবাদিক হাফিজুর রহমান, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু ও ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।
হাফিজুর রহমান।।