January 15, 2025, 8:24 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলার আলমদার পাড়ায় শাহ জব্বারিয়া নুরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন প্রতিষ্টানের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাকছুদ আলম আলমদারের সভাপতিত্বে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাতাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ, প্রধান আলোচক ছিলেন খাগড়াছড়ি বায়তুশ শরফের পরিচালক মাওলানা ওসমান,
প্রতিষ্টানের পরিচালক মাওলানা এম এ রহিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমাজসেবক দিদার আলম,অভিভাবক সদস্য বেলাল উদ্দীন আলমদার,ইউপি সদস্য আলমগীর তালুকদার,ব্যবসায়ী রহমত উল্লাহ চৌধুরী,, মাওলানা নাছিম।এসময় বক্তারা বলেন,দুনিয়া ও আখেরাতে শান্তি ও মুক্তি লাভে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে।এজন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের গুরুত্ব অপরিসীম। দ্বীনি শিক্ষার পাশাপাশি ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ছাএ ছাএীদের আধুনিক যুগ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে।