February 15, 2025, 3:56 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর এলাকা থেকে বিদেশী মদ ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার গভীর রাতে সদর উপজেলার উত্তর শেখপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে বিশ বোতল বিদেশি মদ এবং ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল আমিন (২২) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আল আমিন সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামের আহসান হাবিবের ছেলে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল এবং বিদেশি মদ সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে।