March 16, 2025, 10:01 pm
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়ক উদ্বোধন ও বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ।
দিবসটি উদযাপনে বুধবার(১৪ ডিসেম্বর২২)ইং সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন,পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ধনবাড়ীর ঢাকা-জামালপুর সড়কের আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ রাস্তটি শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়ক নামকরণ করা হয়। পরে ধনবাড়ীর কৃতিসন্তান শহীদ বুদ্ধিজীবি মুহম্মদ আখতার সড়কের ম্যুরাল উদ্বোধন করা হয়। শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আখতার সড়কের ম্যুরাল স্থলে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ ও কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান