March 28, 2023, 3:15 pm
মোংলা প্রতিনিধি।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে উত্তরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধকে পিটিয়ে জখম’র ঘটনা ঘটেছে। আহতের নাম নবকুমার শিকদার (৬৫)। মঙ্গলবার (২৯ নভেম্বর) সুন্দরবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আগা বুড়বুড়িয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আহতের ছেলে দীপংকর শিকদার নিজে বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মৃত কালিপদ মন্ডলের ছেল তুষার মন্ডল ওরফে ঠাকুর (৫২) ও স্ত্রী মিনতি মন্ডল (৪৫) দীপংকর শিকদারের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের অপেক্ষায় ছিল। এমতাবস্থায় আগা বুড়বুড়িয়ার উত্তর পাড়া গ্রামের সরকারি রাস্তা দিয়ে আসার পথে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে আমার বাবা নিষেধ করলে অভিযুক্ত তুষার মন্ডল ওরফে ঠাকুর ও তার স্ত্রী মিনতি মন্ডল নিরীহ নবকুমার শিকদার (৬৫) এর উপর পরিল্পিত হামলা চালায় এবং মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। তখন বাবার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা বিভিন্ন রকম খুন জখমের হুমকি দিয়ে
এক পর্যায় স্থান থেকে চলে যায়। স্থানীয়রা আমাকে খবর দিলে আমি গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। বর্তমানে হামলাকরীদের ভয়ে নবকুমার শিকদারের পরিবারের লোকজন ভয়ে আতংঙ্কের মধ্যে রয়েছে। আবার যেকোন সময় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন তার পরিবার। এ ব্যাপারে হামলাকারী তুষার মন্ডল ওরফে ঠাকুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নবকুমার শিকদারের নাতীকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় হামলার ঘটনা ঘটে। ইচ্ছা করেতো আর আঘাত করিনি। এ ঘটনায় মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।