February 15, 2025, 4:12 pm
(রিপন ওঝা,মহালছড়ি)
আজ ২৮ নভেম্বর সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত ফলাফলে এসএসসি (বিজ্ঞান, ব্যবসায়, মানবিক) হতে জিপিএ ৫.০০পেয়েছে ৮ জন আর এসএসসি(ভোকেশনাল) হতে জিপিএ ৫.০০ ১৩ জন পেয়েছে।
মহালছড়ি উপজেলার মধ্যে সদর ইউনিয়নে অবস্থিত একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫.০০ পেয়েছে ২জনসহ ৭২.২০%।
এ ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ হতে জিপিএ-৫.০০ পেয়েছে ৪জনসহ পাশের হার ৭৪.১৪%, মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জিপিএ৫.০০ পেয়েছে ১৩জনসহ পাশের হার ৮৭.২৩%, মুবাছড়ি ইউনিয়নে অবস্থিত সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫.০০ ৪জনসহ ৯০.৬%, খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয় ৫৭.৪৫%, মাইসছড়ি ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩৮.১০%, বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ ৩০.০০%, মাইসছড়ি উচ্চ বিদ্যালয় ৪৮.৯৮% পাশের হার অর্জন করেছে।
উল্লেখ্য যে, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২২জন এবং অপর কেন্দ্রে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।