July 4, 2025, 7:12 pm
স্টাফ রিপোর্টারঃ
জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার উদ্যোগে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সম্মানিত আমীর ও ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।
মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার এর সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরীর আহ্বায়ক জনাব ওয়ালীওল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহদি হাসান তারেক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরীর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাজার সাংগঠনিক থানার আমীর ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ মুস্তাকিম, জুলাই আহত জনাব টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন এক দল গিয়ে আরেক দল ক্ষমতায় আসবে শুধু এ জন্য এতোগুলা মানুষ জীবন দেয়নি,আহত হয়নি। আগে সকল সংস্কার শেষ করে পরে নির্বাচন হতে হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে। এমন সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে কেউ ভোট চুরির সাহস করতে না পারে। যদি কেউ করতে আসে তার কালো হাত ভেঙ্গে দিতে হবে।
প্রোগ্রামের সভাপতি মাওলানা কামরুল বলেন এ দেশে কে বৈষম্য মুক্ত করতে হবে। দেশে যেনো কেউ আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেদিকে দেশের মানুষকে খেয়াল রাখতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের জন্য , আহত জন্য দুয়া মোনাজাত করা হয়।