July 1, 2025, 11:06 pm
কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,
জন্মভূমির টানে নবীনগরে হতদরিদ্রদের কল্যাণে ও আর্ত মানবতার কল্যাণে, ফেসবুক গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী – ২০২২ উপলক্ষে, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা করা হয়,এসব কর্মসূচীর মধ্য গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রী সহ মোট – একশত পরিবারের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র এবং খাবার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে গত শুক্রবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্রুপের প্রধান এডমিন নারী নেত্রী মিসেস রোমানা তামান্না হোসেন – ( সহকারী শিক্ষক, জিন জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজ), এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির – ( চেয়ারম্যান, নবীনগর উপজেলা পরিষদ),
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন – একরামুল সিদ্দিক (উপজেলা নির্বাহি অফিসার, নবীনগর),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এ্যাডভোকেট শিব শংকর দাস – (মেয়র, নবীনগর পৌরসভা), জনাব জাকির হোসেন সাদেক- (ভাইস চেয়ারম্যান, নবীনগর উপজেলা পরিষদ), এ্যাডভোকেট সুজিত কুমার দেব- (সভাপতি, নবীনগর উপজেলা বার এসোসিয়েশন), জনাব ইকবাল হোসাইন- (অধ্যক্ষ, ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ), জনাব মোশারফ হোসাইন-(সহকারী কমিশনার ভূমি, নবীনগর),
সার্বিক সহযোগিতা করেন গ্রুপের- সদস্য মিসেস শাহীন আরা বেগম -( সহকারী শিক্ষক), খোরশেদা আক্তার (প্রভাষক), খাদিজা শশী- ( স্বাস্থ্যকর্মী ), ওবায়দুর রহমান বাদল- ( এরিস্টোফার্মা রিপ্রেজেন্টিভ), জাহাঙ্গীর আলম জামাল- (সাংবাদিক), জুয়েল রানা- (সাংবাদিক) বাদল- (সৌদি প্রবাসী), আলমগীর (ব্যবসায়ী), সামিউল ইসলাম সহ আরো অনেকে।
“জন্মভূমির টানে নবীনগরের দুস্থ ও আর্তমানবতার কল্যাণে” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।